জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
টুঙ্গিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ডেস্ক রিপোর্ট
19:38:00 | 2024-11-08
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন বিএনপি'র নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করে টুঙ্গিপাড়া বিএনপির নেতাকর্মীরা। র্যালিটি উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিন করে পাটগাতী পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. কাজী আবুল খায়ের।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শেখ মাহবুবুর রহমান নাছির, সাবেক সদস্য সচিব শেখ জেল্লাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব এমদাদ হোসেন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া সাগর, উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জসিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক আবু জাফর সহ টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।