বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধের প্রভাব নেই
উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান কাল থেকে
ডেস্ক রিপোর্ট
12:14:00 | 2024-11-02
গতকাল থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ হয়েছে পলিথিন ব্যাগ। তবে এ ঘোষণা কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাজারে এখনো পণ্য কেনাবেচায় ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ।
বাজারে পলিথিন ব্যাগ এখনো নিষিদ্ধ না হওয়ার কারণ সম্পর্কে ক্রেতা-বিক্রেতারা বিকল্প ব্যাগ না পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের ব্যাগেই সবজি কিনে নিয়ে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পলিথিন নিষিদ্ধের বিষয়টি জানেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জানি, আমরা পলিথিন বন্ধের পক্ষে। কিন্তু বাজারে বিকল্প কোনো ব্যাগ না থাকায় বাধ্য হয়েই পলিথিন ব্যাগে বাজার করতে হচ্ছে।’ সরকারকে দ্রুত বিকল্প ব্যাগ প্রয়োজনীয় সংখ্যায় সরবরাহ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তিনি।এদিকে গতকাল নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের বিভিন্ন সুপারশপে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
মনিটরিং কমিটির সদস্যরা বাজার করতে আসা মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।
পরিবেশ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস এ সময় গণমাধ্যমকে বলেন, ‘পরিবেশ রক্ষায় ৩ নভেম্বর রোববার থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে সব জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। ১ ও ২ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ থাকলেও মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।’ তিনি নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্য হিসেবে যুগ্ম সচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব রুবিনা ফেরদৌসী এবং অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম এবং পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।