টুঙ্গিপাড়ায় টিন কেটে এক রাতে ৪ দোকানে চুরি
টুঙ্গিপাড়ায় টিন কেটে এক রাতে ৪ দোকানে চুরি
ডেস্ক রিপোর্ট
22:41:00 | 2024-08-02
টুঙ্গিপাড়ায় টিন কেটে এক রাতে ৪ দোকানে চুরি ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক রাতে তিনটি মুদি দোকানসহ একটি মিষ্টির দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ এক লাখ টাকা সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দিনগত রাতে উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণপাড়ার বিগ বাজার মিনি সুপার শপ, মধ্যপাড়ার বিশ্বাস স্টোর সহ বর্নি বাজারের হুমায়রা স্টোর ও নাজিমের মিষ্টি ভান্ডারে চুরির ঘটনা ঘটে।
এঘটনায় শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুহুল আমিন বলেন, চোরেরা গভীর রাতে তিনটি দোকানের উপরের টিন ও একটি দোকানের টিনের ঝাপ কেটে দোকানে প্রবেশ করে। এর মধ্যে আমার সুপারশপে নগদ ১ লাখ টাকা সহ চারটি দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে চর চক্র।
ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ী নাজিম বলেন, রাতভর বৃষ্টি হওয়ার সুযোগে পরিকল্পিতভাবে একই রাতে দোকান গুলোতে চুরি করেছে। আমাদের কয়েকটি দোকানের মালামাল নিয়ে গেছে। আমরা এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চোরদের শাস্তি দাবি করি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান বলেন, চুরির ঘটনাটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।