শেষ মুহূর্তের গোলে মেসি-সুয়ারেজদের হার
শেষ মুহূর্তের গোলে মেসি-সুয়ারেজদের হার
ডেস্ক রিপোর্ট
11:00:00 | 2024-11-03
এমএলএস কাপে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটি হেরেছে ২-১ গোলে। এ হারে মায়ামির শেষ ম্যাচটা নকআউটে পরিণত হয়েছে।
আটলান্টার বিপক্ষে তিন ম্যাচের প্লে–অফ সিরিজের প্রথম ম্যাচে জেতায় আজকে জিতলেই মায়ামির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত।
তবে দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় ১০ নভেম্বরের শেষ ম্যাচে যারাই জিতবে, সেমিফাইনালের টিকিট কাটবে তারাই।
আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ মিনিটে স্বাগতিকদের গোলরক্ষক ব্র্যাড গুজানের ভুলে ম্যাচে লিড নিয়ে মেসিরা। গোল কিক নিতে গিয়ে তিনি বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। রেডোন্ডোর পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মার্তিনেজ।
৫৮ মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুই দলই। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায়নি কোনো দলই।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অসাধারণ এক শটে আটলান্টাকে কাঙ্ক্ষিত জয় এনে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আটলান্টা ইউনাইটেড।