স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট
18:39:00 | 2024-01-10
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে ।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী এবং সহযোগি সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, শুকুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারন বিএম মাহমুদ হক,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ লাবু , ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি মোঃ শামসুল হক,সাধারণ সম্পাদক লিংকন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম প্রমূখ।
পরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল-বেলী আফিফা ।
এর পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা