৭০০ খুদে শিক্ষার্থীদের কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
৭০০ খুদে শিক্ষার্থীদের কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
ডেস্ক রিপোর্ট
19:35:00 | 2024-03-07
৭০০ খুদে শিক্ষার্থীদের কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে রোপিত হয়েছে স্বাধীনতার বীজ। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করায় বিশ্বে বাঙালি জাতির গৌরব বৃদ্ধি পেয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় (৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিবস টি উপলক্ষে সরকারি আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা সহ জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “৭ই মার্চের ১৯ মিনিটের ১১০৮টি শব্দের ঐতিহাসিক ভাষণ বাঙ্গালি জাতির অনন্ত প্রেরণার উৎস। পাকিস্তানের রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে স্বাধীনতাকামী বাঙ্গালিদের সামনে কঠিন সংকটময় মুহূর্তে ভারসাম্যপূর্ণ অথচ আবেগময় কন্ঠে একটি জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত করে স্বাধীনতার আহবান জানান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর হৃদয় উৎসারিত ১১০৮টি শব্দমালার সুনিপুন বুনন বাঙালি জাতিকে দিয়েছে আরাধ্য স্বাধীনতা, মাতৃভূমি, অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ। তরুণ প্রজন্ম বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে ৭ মার্চের ভাষণ তাদেরকে আত্মস্থ করানো হয়। এটি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের পাথেয় হিসেবে কাজ করবে।"
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে ভাষণ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ—৩ সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, গোপালগঞ্জ (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলার হেলিপ্যাড মাঠে দাঁড়িয়ে বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোর্ট পড়ে সমবেত কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন করে।
ভাষণ উপস্থাপন পরবর্তীতে ১১০৮টি শব্দ সংবলিত বেলুন উড্ডয়ন শেষে প্লাকার্ড সহযোগে "৭ মার্চের শব্দ শোভাযাত্রা" র্যালি বের করে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন পেশাজীবীর মানুষ সহ স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোর্ট পড়ে অংশ নেন।
এর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি শেখ শুকুর আহমেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল বসির টুটুল, এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারন সম্পাদক বিএম মাহমুদ হক, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ ফায়েক শেখ, পৌর যুবলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নাজমুল হক ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ, বর্নি ইউনিয়ন চেয়ারম্যান মিলিয়া আমিনুল, ছাত্রলীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সহ পেশাজীবী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক —সাহিত্যিক সংগঠনের নেতৃবৃন্দ।#