টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা অনুদান বিতরণ
টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা অনুদান বিতরণ
ডেস্ক রিপোর্ট
11:33:00 | 2024-12-21
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন।
পরে টুঙ্গিপাড়া উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার ৫’শ শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।
শীত বস্ত্র পাওয়া পাটগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী আনিসা বলেন, আমি ঠিক মত স্কুল যাই। কিন্তু শীত পড়ায় আমরা খুব কষ্ট হতো। শীতবস্ত্র পাওয়ায় আমার স্কুলে যেতে এখন আর কষ্ট হবে না।
বাঁশবাড়িয়া ঝনঝনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী দিয়া শেখ বলে, আমরা বাবা কৃষিকাজ করে। কষ্ট করে আমাকে পড়ালেখা করাচ্ছেন। শীত পড়ায় স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। শীতবস্ত্র পাওয়ায় এখন আর কষ্ট হবে না। আমি খুব খুশি।
অনুদান পাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অনুপ কুমার দাস বলেন, আমি এক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ছেলে। আমার বাবা কৃষি কাজ করে আমাকে পড়ালেখা করান। অনুদান পেয়ে আমি অনেক খুশি। এটি আমার পড়ালেখার কাজে সহায়ক হবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার উপর মনোযোগী হয় সেজন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়া উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার ৫’শ শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এবছর অনেক শীত পড়ায় সবাই কষ্ট পাচ্ছে। যে কারনে কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র দেয়া হলো। বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই আমরা সকল শিক্ষার্থীকে শিক্ষা সহযোগীতা করতে চাই।