টুঙ্গিপাড়ায় ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ফিল্টার বিতরন
টুঙ্গিপাড়ায় ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ফিল্টার বিতরন
ডেস্ক রিপোর্ট
18:59:00 | 2024-08-01
টুঙ্গিপাড়ায় ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ফিল্টার বিতরন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির আর.ও ফিল্টার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে এসব ফিল্টার ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।
বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ বক্তব্য দেন।
টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানির বিকল্প নেই। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কোমলমতি শিক্ষার্থীদের জন্য ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে আর.ও ফিল্টার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি বিদ্যালয় গুলোতেও এসব ফিল্টার বিতরণ করা হবে।