বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট
19:07:00 | 2024-05-20
বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খান।
সোমবার বেলা ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় ফরিদপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম আজাদ, এজিএম শহীদুল ইসলাম, ফারুক আহমেদ, টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার জ্যোতির্ময় পাল প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খান বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।