বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে তারা দেশ ও জাতির শত্রু -জুনেদ গনি
বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে তারা দেশ ও জাতির শত্রু -জুনেদ গনি
ডেস্ক রিপোর্ট
21:41:00 | 2024-09-24
বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে তারা দেশ ও জাতির শত্রু -জুনেদ গনি
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
জয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনেদ গনি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক কোন দেশ পৃথিবীর মানচিত্রে উঠত না। যারা বঙ্গবন্ধুকে অপমান করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। মনে রাখবেন আবার দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শেষে একথা বলেন তিনি।
জুনেদ গনি বলেন, ৫ আগষ্ট আমাদের সংবিধান লংঘন করে এই দেশ দখল করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকার দখলদার ও অসাংবিধানিক সরকার। বাংলাদেশের সংবিধানকে লংঘন করে তারা এই দেশ দখল করেছে। শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করেছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও নির্যাতন করা হচ্ছে। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ক্ষমতায় আনতে শীঘ্রই জয় বাংলা ফাউন্ডেশন আন্দোলন শুরু করবে।
এরআগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জয় বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় জয় বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ নাইমুর রহমান জয়, প্রচার সম্পাদক জুনায়েদ আহম্মেদ অপু সহ স্থানীয় ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।