টুঙ্গিপাড়ায় ৫০ জন জেলের মাঝে চাল বিতরণ
টুঙ্গিপাড়ায় ৫০ জন জেলের মাঝে চাল বিতরণ
ডেস্ক রিপোর্ট
17:56:00 | 2024-10-10
টুঙ্গিপাড়ায় ৫০ জন জেলের মাঝে চাল বিতরণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে টুঙ্গিপাড়া পৌর এলাকার ৫০ জন জেলেকে ২৫ কেজি করে দেয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়া পৌরসভা চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ গোলাম কবির।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা, জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়,পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মো. গোলাম কবির বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এই সময়ের মধ্যে কোন জেলে নদীতে মাছ ধরে মা ইলিশের প্রজনন ধ্বংস না করে তাই তাদের খাদ্যশস্য (চাল) দেওয়া হয়েছে। সরকার ঘোষিত এই ২২ দিনে ইলিশ আহরণ ও ক্রয় বিক্রয় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।