গোপালগঞ্জে রেস্টুরেন্ট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
গোপালগঞ্জে রেস্টুরেন্ট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
ডেস্ক রিপোর্ট
22:37:00 | 2024-11-27
গোপালগঞ্জে রেস্টুরেন্ট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
গোপালগঞ্জের “পিঠা গার্ডেন” নামের একটি রেস্টুরেন্ট থেকে ফেরদৌস শেখ(৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া এলাকায়।
এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার কোন এক নারীকে নিয়ে ওই ব্যক্তি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে “পিঠা গার্ডেন” নামের একটি রেস্টুরেন্ট আসে। এটি রেস্টুরেন্ট হলেও সেখানে রাতে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। ওই পুরুষ ও নারী রাতে রেস্টুরেন্টের রুমে রাত্রীবাস করে।
ওসি মির সাজেদুর জানান, আজ বুধবার রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও বিকেল পর্যন্ত তাদের কোন খোঁজ না পেয়ে রেস্টুরেন্টের লোকজন খোঁজ নিতে গিয়ে ফেরদাউসকে মৃত অবস্থায় রুমের মধ্যে পড়ে থাকতে দেখে।এরআগে ওই নারী পালিয়ে যায় বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান আরও জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
আর মৃতের ভাই মিজানুর রহমান মিজু জানিয়েছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই তার ভাই হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি।