দেড়হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় সাভারের এমপি
দেড়হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় সাভারের এমপি
ডেস্ক রিপোর্ট
17:15:00 | 2024-01-15
দেড়হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় সাভারের এমপি ।
ঢাকার সাভার থেকে প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা—১৯ এর নতুন এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম। ত্রাণ প্রতিমন্ত্রীর ডাঃ এনামের আসনে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন তিনি।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে সকাল ৮ টায় ঢাকার সাভার থেকে ৩ শতাধিক গাড়ির বহর নিয়ে রওনা দেন তিনি।
টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন এমপি সাইফুল ইসলাম বলেন, আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাই আমি কোন সরকার দলীয় হিসাবেই সংসদে যোগদান করবো। আমি বিরোধী কোন মোর্চার মধ্যে নেই। আমি সরকার দলের সাথেই থাকবো।
এসময় তার সাথে সাভারের পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা—১৯ আসনে সাবেক সংসদ সদস্য মুরাদ জং ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে হারিয়ে জয়লাভ করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। গত ৮ নভেম্বর আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন। নৌকা না পেয়ে স্বতন্ত্র ভাবে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেন এই আওয়ামী লীগ নেতা।