বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনারের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট
14:34:00 | 2023-11-26
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নির্বাচন কমিশনার মোঃ আলগীর ।
আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।
আজ রবিবার দুপুর ১টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ।
তিনি কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, গোপালগঞ্জ পুলিশ সুপার আল-বেলি আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার খন্দকার আমিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার রিটার্নিং অফিসার সহকারি রিটারাইনিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কতৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
নির্বাচন কমিশনার মোঃ আলগীর এরপরে তিনি ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলা সফর করবেন ।