জাতির পিতার সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা নিবেদন
জাতির পিতার সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা নিবেদন
ডেস্ক রিপোর্ট
13:14:00 | 2024-04-13
জাতির পিতার সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা নিবেদন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ১৫ আগস্ট জাতির পিতার সহ তাঁর পরিবারের নিহত সকল শহিদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া শহিদ মুক্তিযোদ্ধাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ।
এ সময় মহাপরিচালক মহোদয়ের সাথে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ সালেহ উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, গোপালগঞ্জের উপসহকারী পরিচালক মোঃ সিপলু আহমেদ , টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, ফায়ার সার্ভিসের টুঙ্গিপাড়ার স্টেশন অফিসার খান এহসানুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।