প্রার্থিতা ফিরে পেয়েই টুঙ্গিপাড়া গেলেন মাহিয়া মাহি
প্রার্থিতা ফিরে পেয়েই টুঙ্গিপাড়া গেলেন মাহিয়া মাহি
ডেস্ক রিপোর্ট
18:46:00 | 2023-12-12
প্রার্থিতা ফিরে পেয়েই টুঙ্গিপাড়া গেলেন মাহিয়া মাহি ।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ক্রয় করেন মাহিয়া মাহি। কিন্তু গত ৩ ডিসেম্বর তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন অভিনেত্রী।
গতকাল প্রার্থিতা ফিরে পেয়েই আজ মঙ্গলবার ছুটে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
এ বিষয়ে মাহি নিজের ফেসবুকে লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।
মনোনয়ন পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছে আপনাকে নির্বাচন করতে হবে। তারা আমাকে নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়।
মাহি বলেন, নৌকার প্রার্থীকে হারিয়ে জিতবো বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারন আমি নিজে মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরো একজন নৌকার মাঝি আছেন। তাদের মধ্যে দর্শক ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।
এক প্রশ্নের জবাবে নায়িকা মাহিয়া মাহি বলেন,
বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী ১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পিরাপিরিতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।