বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট
18:52:00 | 2024-02-25
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে ভারতের আগরতলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য।
এরপর সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমা কান্ত দে এবং সাবেক সাধারণ সম্পাদক প্রনব সরকার, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।#