বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট
14:18:00 | 2023-12-22
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সতন্ত্র প্রার্থী ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
শুক্রবার দুপুরে তিনি কর্মী সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় ফুলতলা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, দামুদর ইউপি চেয়ারম্যান শিবলু ভূঁইয়া, আটরা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা ৫ আসনের এমপি পদে নির্বাচন করতে ফুলতলা উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শেখ আকরাম হোসেন। দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পরে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে সুপ্রিম কোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পান তিনি।