গোপালগঞ্জ- ৩ আসন টুঙ্গিপাড়াতে নির্বাচনী প্রচারণায় ঢাকা মহানগরের কার্যকরী সদস্য আফরোজা খন্দকার।
গোপালগঞ্জ- ৩ আসন টুঙ্গিপাড়াতে নির্বাচনী প্রচারণায় ঢাকা মহানগরের কার্যকরী সদস্য আফরোজা খন্দকার।
ডেস্ক রিপোর্ট
20:30:00 | 2023-12-29
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে জনসংযোগ চলছে জোরেশোরে। প্রার্থীদের সঙ্গে সঙ্গে কর্মীরাও মাঠে কাজ করছেন উৎসবমুখর পরিবেশে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আফরোজা খন্দকার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ ৩ আসনে নৌকা মার্কায় ভোটের প্রচারণার জন্য টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে আহবান করেছেন।
উল্লেখ্য এই যে টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় নিজ নির্বাচনী জনসভায় আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন সকালে টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপরে কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে মাঠে কাজ করে যাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নেতা কর্মী ও নগর মহানগর এর নেতাকর্মীরাও গোপালগঞ্জ ৩ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।
এ প্রসঙ্গে আফরোজা খন্দকার বলেন, " এই জায়গা হচ্ছে আমাদের পণ্যভূমি এখানেই রচিত হয়েছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় আর এখান থেকেই আমরা পেয়েছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেওয়ার মহানায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি না হলে বাংলাদেশের এত এত অর্জন কোনদিন সম্ভব হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই আজ আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হওয়ার স্বপ্ন দেখছি। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমি ছুটে এসেছি টুঙ্গীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। আমাদের জয় হবে নৌকা মার্কার জয় হবে ইনশাআল্লাহ"।
এ সময় আফরোজা খন্দকার টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ বাবুল সেখ, এছাড়া আলিমুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
আফরোজা খন্দকার টুঙ্গিপাড়া তে নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করতে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন এই গণসংযোগে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানা মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কনা এবং অন্যান্য নেতৃবৃন্দ।