ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড পেলেন কবি মেহেবুব হক
ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড পেলেন কবি মেহেবুব হক
ডেস্ক রিপোর্ট
18:07:00 | 2023-11-24
বাংলা সাহিত্যে অনবদ্য লেখনীর মাধ্যমে বিস্ময়কর সাহিত্যিক প্রতিভার অনবদ্য স্বীকৃতি স্বরূপ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর ডেপুটি কমিশনার কবি মেহেবুব হক (৩০ তম বিসিএস) ফ্রেন্ডস অব হিউম্যানিটি এওয়ার্ড -২০২৩ এ সংগঠনের পক্ষ থেকে ১৭ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ এওয়ার্ড পুরস্কার প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ মনোনীত করেছেন।
কবি মেহেবুব হক বাংলা আপন প্রতিভায় বিকশিত এক নব দিগন্ত উন্মোচন করেছেন।কাব্য সাহিত্যের সমস্ত শাখায় তার অবাধ বিচরণ ( মানব প্রেম, ধর্ম, আধ্যাতিকতা, সমাজিক)।
কবির অনবদ্য লেখনীর স্বীকৃতি স্বরূপ ইতোপূর্বে বেশকিছু উল্লেখযোগ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।
গত শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার কাঁটাবনস্থ ‘কবিতা ক্যাফে’ মিলনায়তনে ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ আয়োজিত অষ্টম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড ২০২৩’-এর এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন,উদ্বোধক কবি আসলাম সানী, সম্মানিত অতিথি কবি আলমগীর রেজা চৌধুরী, প্রধান আলোচক কবি শাহীন রেজা, বিশেষ অতিথি কামাল আহমেদ (উপমহাপরিচালক, বাংলাদেশ বেতার), কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব, সমাজসেবা অধিদপ্তর), সারমিন আক্তার ময়না (চেয়ারম্যান, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ) এবং ফারজানা করিম (বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ সংস্থার প্রধান উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ড এর ডেপুটি কমিশনার কবি মো. মেহেবুব হক। স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও লেখক মেহবুবা হক রুমা, সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলেন সংগঠনের নির্বাহী পরিচালক জায়েদ হোসাইন লাকী। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ১২২ জন কবি, লেখক, সমাজসেবক, সংগঠক, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, নাট্য শিল্পী সহ বিভিন্ন ক্ষেত্রে সফল গুণীজনেরা