বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আফরোজা খন্দকার
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আফরোজা খন্দকার
ডেস্ক রিপোর্ট
18:11:00 | 2024-02-07
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আফরোজা খন্দকার
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এর কার্যকরী সদস্য আফরোজা খন্দকার। ৩০৩,সংরক্ষিত নারী আসন-৩, এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্য়নির্বাহী সদস্য আফরোজা খন্দকার। সংরক্ষিত নারী আসন-০৩ অঞ্চল থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আফরোজা খন্দকার বলেন, আমার রাজনৈতিক জীবন সেই ছাত্র জীবন থেকে শুরু, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে রাজনীতি করে আসছি। আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার উন্নয়ন ও মানব সেবা আরো প্রসারিত করতে কাজ করতে আগ্রহী। আপার সান্নিধ্যে থেকে আমাদের নারী সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং আরো ভালো ভাবে কাজ করতে আমি এবার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ৩০৩ এর মনোনয়ন পদপ্রার্থী।
উল্লেখ্য আফরোজা খন্দকার ২০০২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। তিনি ২০০২ সাল থেকে ছাত্র রাজনীতির রাজপথের লড়াকু একজন সৈনিক এবং দেশের যত অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এক প্রতিবাদী নেত্রী।
এছাড়া আফরোজা খন্দকার তার এলাকার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার পরিবারের সবাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী। তিনি আশা করেন মনোনয়ন পেলে দেশ ও দেশের মানুষের কল্যাণে আরো ভালো হবে কাজ করতে পারবেন।