গোপালগঞ্জ ৩ আসনে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী ফরম সংগ্রহ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ
গোপালগঞ্জ ৩ আসনে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী ফরম সংগ্রহ করেন
ডেস্ক রিপোর্ট
17:18:00 | 2023-11-26
গোপালগঞ্জ ৩ আসনে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী ফরম সংগ্রহ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ
টুঙ্গিপাড়ায় উপজেলা রিটার্নিং অফিসার মোঃ আল মামুনের কাছ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ—৩ আসন (টুঙ্গিপাড়া— কোটালিপাড়া) নির্বাচনী ফরম সংগ্রহ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আজ ২৬ শেখ নভেম্বর রবিবার দুপুর ১২ টায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় এই ফরম স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ দের কাছে হস্তান্তর করা হয়।
এসম সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি মোঃ ইলিয়াস হোসেন , সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, , পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক বিশ্বাস ,যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোঃ শামছুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস ,যুব মহিলা লীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুলসুম বেগম সহ অন্যান্য সকল সহযোগি অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল গত (১৮ নভেম্বর) শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে এ কার্যক্রম উদ্বোধন করেন।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।