গোপালগঞ্জে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ডেস্ক রিপোর্ট
11:49:00 | 2023-11-25
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক ও শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মিল্টন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন: ট্রলির চালক সদর উপজেলার পাইককান্দি গ্রামে ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক(২২) এবং একই গ্রামের সহিদ মল্লিকের ছেলে শানাল মল্লিক(১৭)।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুকরা মিল্টন বাজারের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দূমড়ে-মূচড়ে যায় । ট্রলির চালক রায়হান ঘটনাস্থলেই মারা যান এবং ট্রলি র শ্রমিক শানাল মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় শানালকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির কিছু সময় পর তিনি মারা যান।