বাংলাদেশ বনাম পাকিস্তান
কে জিতবে কাল
ডেস্ক রিপোর্ট
20:38:00 | 2023-10-31
গাণিতিক সমীকরণে প্রচ্ছন্ন সম্ভাবনা থাকলেও বাস্তবতার মানদণ্ডে বাংলাদেশের শেষ চারে পা রাখার সম্ভাবনা খুব ক্ষীণ। নেই বললেই চলে। সাকিব বাহিনীর আর খেলা বাকি তিনটি। সবকটায় জিতলেও অনেক ‘যদি-কিন্তু’ সমীকরণ মেলাতে হবে। আপাতদৃষ্টিতে যা এককথায় অসম্ভবই।
তবে এখন টিম বাংলাদেশের সামনে আছে দুটি বিকল্প। শেষ ৩ ম্যাচ জিতলে প্রথমবার বিশ্বকাপে ৪ জয়ের দেখা মিলবে। এখন পর্যন্ত এক হতাশার টুর্নামেন্ট কাটলেও শেষ ৩ ম্যাচ জিতলে সেটাই অন্যরকম প্রাপ্তির আসর হয়ে যাবে। আর তিন খেলার অন্তত দুটিতে জিতলে ২০১১, ২০১৫ আর ২০১৯ সালের সমান তিন জয়ের দেখা মিলবে। তাতে অন্তত মুখ রক্ষা হবে।